এডিবির ১১ কোটি ডলারের ঋণ অনুমোদন

adbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে ৯২১ কোটি টাকার সমমানের ১১ কোটি ডলার ঋণ সহায়তা দেবে।

ম্যানিলাভিত্তিক আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থাটির পরিচালনা পর্ষদ সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় নেওয়া একটি প্রকল্পের জন্য বাড়তি এই ঋণ অনুমোদন করেছে বলে বুধবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এডিবির সামাজিক খাত বিশেষজ্ঞ ব্রায়ান চিন বলেন, ২০১২ সালে অনুমোদিত সরকারের নেতৃত্বে পরিচালিত ‘আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারি’ নামের এ প্রকল্পে এডিবির সহায়তা বিশেষ করে দরিদ্র খানাগুলোর মধ্যে মানসম্পন্ন স্বাস্থ্যর সুযোগ বাড়ানোর ফলে শুন্যস্থান পূরণ হচ্ছে।

নতুন এই অর্থায়ন সেবাপ্রদানের ব্যবস্থাকে জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি’ শীর্ষক ২০১২ সালে নেওয়া এই প্রকল্পের দ্বিতীয় পর্যায় ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *