এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১২ জনকে দুদকে তলব

ab-bankস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোরশেদ খানের সঙ্গে যোগসাজসে আরব বাংলাদেশ ব্যাংকের (এবি ব্যাংক) ৩৮৩ কোটি ২২ লাখ ১০ হাজার ৩৬৩ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা পর্ষদের ১২ পরিচালককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, পরিচালক ফিরোজ আহমেদ, সাবেক পরিচালক এম এ আউয়াল, প্রফেসর ডা. ইমতিয়াজ হোসেনকে আগামী ১ অক্টোবর তলব করা হয়েছে। পরিচালক শিশির রঞ্জন বোস, পরিচালক সৈয়দ আফজাল হাসান উদ্দীন, সাবেক পরিচালক মিশাল কবির ও সাবেক পরিচালক ফাহিমুল হককে ২ অক্টোবর তলব করা হয়েছে।

একই বিষয়ে সাবেক পরিচালক মেজবাহুল হক, আনোয়ার জামিল সিদ্দিকী, সাবেক পরিচালক বিবি সাহা রায় ও সাবেক পরিচালক জাকিয়া শাহরুদ খানকে তলব করা হয়েছে ৩ অক্টোবর।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক সামছুল আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে অভিযুক্তদের তলব নোটিশ জারি করে দুদক।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *