এবি ব্যাংকের সাবেক ২ কর্মকর্তার জামিন কেন বাতিল নয়

dudokনিজস্ব প্রতিবেদক :

এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা অর্থ পাচারের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ট্রেজারি শাখার সাবেক প্রধান আবু হেনা মোস্তফা কামালকে দেওয়া জামিন কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন উচ্চ আদালত।

২৫ জানুয়ারি বিকেলে মতিঝিল থানায় করা একটি মামলায় এই দুজনসহ তিনজনকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারের পর ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে তোলা হয়। সাড়ে তিন ঘণ্টার মধ্যেই ওয়াহিদুল হক ও আবু হেনা মোস্তফা কামালের জামিন মঞ্জুর হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই দিন এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে ১৬৫ কোটি টাকা (২ কোটি ২৫ হাজার ডলার) পাচারের অভিযোগে দুদক এই মামলা করে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল দেন। ব্যাংকের এই সাবেক দুই কর্মকর্তার জামিন বিষয়ে গণমাধ্যম আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে এ রুল দেওয়া হয়। একই সঙ্গে আদালত ওই দুই কর্তা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্তকারী সংস্থাকে (দুদক) নির্দেশ দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *