এ্যাপেক্স ট্যানারীর উৎপাদন কার্যক্রম বন্ধ

APEXTANRY-230x130স্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ট্যানারী লিমিটেড উৎপাদন কার্যক্রম বন্ধ করেছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

জানা যায়, উচ্চ আদালতের নির্দেশে রাজধানীর হাজারীবাগ এলাকায় সব ট্যানারিতে গত ৮ এপ্রিল বিদ্যুৎ-গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এ কারণে সেখানে অবস্থিত এ্যাপেক্স ট্যানারীর কারখানায় বিদ্যুৎ-গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এতে কোম্পানির উৎপাদন কার্যক্রমও বন্ধ হয়ে গেছে বলে কোম্পানি পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, গত ৬ মার্চ রাজধানীর হাজারীবাগের সব ট্যানারি প্রতিষ্ঠানকে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানি বিচ্ছিন্ন করাসহ সব সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে গত শনিবার পরিবেশ অধিদপ্তর এলাকার বিদ্যুৎ-গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *