ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থপাচার নিয়ে আইএমএফের উদ্বেগ

imfস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থপাচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি মনে করে ব্যাংক খাতের তদারকি জোরদারে বাংলাদেশ ব্যাংককে আরও শক্তিশালী করতে হবে। ব্যাংক খাতের খেলাপি ঋণ আদায়ে আইন সংস্কারের ওপর জোর দিতে হবে। দেশের সরকারি-বেসরকারি সব ব্যাংকের সার্বিক পরিস্থিতির উন্নয়নে সুশাসন (কর্পোরেট গভর্নেন্স), ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করতে হবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় আইএমএফ।

বৈদেশিক লেনদেন ভারসাম্য রক্ষায় আইএমএফ ২০১১ সালে বর্ধিত ঋণ সহায়তা (ইসিএফ) কর্মসূচির আওতায় বাংলাদেশকে মোট ৯৮ কোটি ৭০ লাখ ডলার দেয়। এ ঋণ কর্মসূচির সফল সমাপ্তি হয়েছে সম্প্রতি। ওই কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশকে বেশ কিছু শর্ত দিয়েছিল সংস্থাটি। সেসব শর্ত যাচাইয়ে দায়শাকু কিহারার নেতৃত্বে একটি টিম বাংলাদেশ সফর করেছে। ৮দিনের সফর শেষে সফর শেষে তাদের প্রাথমিক পর্যবেক্ষণ জানাতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে সংবাদ সম্মেলন ডাকা হয়। এসময় বাংলাদেশের ব্যাংকিং খাত ও অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে নানা প্রশ্নের জবাব দেয় সংস্থাটি।

আইএমএফের ইসিএফ ঋণের অন্যতম শর্ত ছিল নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা। সেটা দু’বছর পিছিয়ে যাওয়াকে তিনি কীভাবে দেখছেন জানতে চাইলে দায়শাকু কিহারা বলেন, বিশে^র অনেক দেশের তুলনায় এখানকার কর জিডিপি রেশিও অনেক কম। নতুন ভ্যাট আইন বাস্তবায়িত হলে দু’য়ের মধ্যে পার্থক্য কমবে। তবে ইসিএফের সময় সীমা শেষ হয়ে যাওয়ায় এক্ষেত্রে কোনো প্রভাব নেই বলে তিনি জানান।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *