ওয়েস্টার্ন ও আইল্যান্ড সিকিউরিটিজকে ১২ লাখ টাকা জরিমানা

bsecনিজস্ব প্রতিবেদক:

ওয়েস্টার্ন সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট ও আইল্যান্ড সিকিউরিটি হাউজকে আইন লঙ্ঘন করার দায়ে যথাক্রমে ১০ লাখ ও ২ লাখ টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার কমিশনের সভা শেষে বিএসইসির নির্বাহি পরিচালক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েস্টার্ন সিকিউরিটিজ ইনভেস্টমেন্টকে কমিশনের নির্দশনা লঙ্ঘন করে মার্জিণ ঋণ প্রদান, গ্রাহক সমন্বিত হিসাবে ২ কোটি ২৮ লাখ টাকা ঘাটতির মাধ্যমে কমিশনের বিধিমালা ২০০০ এর বিধি ১১-এর লঙ্ঘন, ৩০ জুন ২০১১ ও ৩০ জুন ২০১২ সালের আর্থিক বিবরণীতে গ্রাহকের নিকট প্রাপ্য ও প্রদেয় হিসাবের ক্যাশ লেজার হিসাবে অসঙ্গতি, ক্যাশ হিসাবে মার্জিণ ঋণ প্রদান করে মার্জিন রুলস লঙ্ঘন, ৩০ জুন ২০১১ ও ৩০ জুন ২০১২ সালের আর্থিক বিবরণীতে প্রদত্ত ১ কোটি ৮০ লাখ টাকার বিপরীতে প্রমাণাদি দাখিল করতে না পারায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া আইল্যান্ড সিকিউরিটিজকে চুক্তি ছাড়া ক্যাশ হিসাবে মার্জিণ ঋণ প্রদান করে মার্ঝিন রুলস লঙ্ঘন, সর্ট সেলের মাধ্যমে বিধিমালা ২০০০ এর বিধি ১১ লঙ্ঘন, নন মার্জিনেবল (পিই ৪০ এর উপরে) শেয়ারে মার্জিণ প্রদান, নন মার্জিনেবল ‘জেড’ ও ‘এন’ ক্যাটাগরির শেয়ারে মার্জিন প্রদান, গ্রাহকের হিসাবের শেয়ার ক্রয়ের টেলিফোনিক আদেশ সংরক্ষণ না করার মাধ্যমে কমিশনের ১৯৮৭ এর রুল ৪ ভঙ্গ করায়  ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *