করোনা মোকাবেলায় ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

adbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। টাকার অঙ্কে এর পরিমাণ ৮৫০ কোটি টাকা। গতকাল বৃহষ্পতিবার ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এডিবির বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

করোনা মোকাবিলায় তাৎক্ষণিক কেনাকাটায় বিশেষ করে বিভিন্ন যন্ত্রপাতি, টেস্টিং সামগ্রী, চিকিৎসা অবকাঠামো তৈরি ও আধুনিকায়নে এই অর্থ খরচ করা হবে। এই প্রকল্পের আওতায় ১৭ টি মেডিকেল কলেজে আইসোলেশন ও বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির ভাইস প্রেসিডেন্ট শিজিন চ্যাং বলেন, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে এডিবি। এই মুহুর্তে স্বাস্থ্য খাতের যন্ত্রপাতিসহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয়াবলির প্রতি নজর দিতে হবে।

করোনা মোকাবিলায় সদস্য দেশগুলোকে দিতে এডিবি ২ হাজার কোটি ডলারের তহবিল গঠন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *