কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে: খাদ্যমন্ত্রী

photo_2020-02-09_16-42-1120200209165535স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষকদের স্বচ্ছ ও নতুন তালিকা তৈরী করতে কৃষি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এমপি বলেছেন, কৃষকদের পুরাতন তালিকা বহাল থাকায় অনেক প্রকৃত কৃষক ধান দিতে পারছেন না। আগামী বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। রবিবার সকালে বগুড়া সার্কিট হাউজে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০২০ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অ্যাপের মাধ্যমে ধান ক্রয়ে স্বচ্ছতা আসবে।

কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যেন তারা তাদের কৃষিকার্ড দালালদের কাছে বিক্রি করতে না পারেন। ধান ক্রয়ের জন্য আগামীতে ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে।

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা রায়হানুল কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, চেম্বার অব কমার্সের সহসভাপতি মাফুজুল ইসলাম রাজ।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *