কেএন্ডকিউ-মাল্টি সোর্সিংয়ের একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেড ও মাল্টি সোর্সিংয়ের একীভূতকরণে হাইকোর্ট অনুমোদন দিয়েছে। সোমবার ডিএসইে সূত্রে তথ্য জানা গেছে।

২০১৮ সালে জেড ক্যাটেগরি শেয়ারের মধ্যে সর্ব প্রথম এ কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা করে। দীর্ঘদিন যাবত বিনিয়োগকারী ডিভিডেন্ট থেকে বঞ্চিত করছিল কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেড।

পাশাপাশি কোম্পানিটির দীর্ঘদিন ধরে কোন ধরনের প্রোডাকশন ছিলো না। নতুনভাবে কোম্পানিটি কয়েকটি সিএনজি ইউনিট থেকে প্রফিটে আসে বলে কোম্পানি সুত্রে জানা গেছে। ফলে বতর্মানে কোম্পানিটি লাভ জনক প্রতিষ্ঠানের সাথে একভুত হয়। মহামান্য কোর্ট থেকে ২ টি কোম্পানিকে একভূত করার রায় দেওয়ায় কোম্পানিটিকে অতিরিক্ত সাধারণ সভা করতে হবে।

কোম্পানি সুত্রে জানা যায়, সামনে কোম্পানিটির ভবিষ্যৎ সম্ভাবনাময় এবং বিনিয়োগকারীদের জন্য আরও চমক দেখাবে। পাশাপাশি এ বছর মাল্টিসোর্সিং এর প্রফিট কোম্পানিতে যোগ করা হয়নি। মাল্টি সোর্সিং বর্তমানে দেশে সেবা খাতে প্রতিষ্ঠান মোবাইলে কোম্পানিগুলো কে সেবা দিয়ে থাকেন। বতর্মানে জিপি বাংলালিংক রবি এয়ারটেল ও টেলিটক কোম্পানির আইটি কাজ করে থাকেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *