কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসিকে নিয়ে বৈঠকে বসবে অর্থমন্ত্রণালয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে আগামী ৭ ডিসেম্বর সভা ডেকেছে অর্থ মন্ত্রণালয়। এতে বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রতিনিধি ছাড়াও থাকবেন জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ বিভাগ এবং রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির প্রতিনিধি।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাহিদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৈঠকের কারণ হিসেবে শেয়ারবাজার উন্নয়নের কথা জানানো হয়েছে। বলা হয়েছে, অর্থমন্ত্রীর সঙ্গে অংশীজনের মতবিনিময় সভার প্রস্তাবনাগুলোর যথাযথ বাস্তবায়ন কাজ সমন্বয় ও তদারকির জন্য এই আলোচনা হবে।

আগামী মঙ্গলবার বেলা ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক হবে বলে মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিএসইসি ও বিআইসিএম শাখা থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *