কোম্পানিগুলোর বিতরণ না হওয়া লভ্যাংশের তথ্য চায় বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সব কোম্পানির বিতরণ না হওয়া লভ্যাংশের তথ্য চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ৫ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) এ তথ্য সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

এদিকে কোম্পানিগুলোকে তালিকাভুক্তির পর থেকে এ পর্যন্ত বিতরণ না হওয়া লভ্যাংশের তথ্য চেয়ে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। চিঠিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে অনিবন্ধিত, দাবিহীন নগদ ও স্টক লভ্যাংশ এবং বিভিন্ন সাসপেন্ড বিও অ্যাকাউন্ট ও সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে থাকা অনির্ধারিত সিকিওরিটিজ সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে। কোম্পানিগুলোকে মঙ্গলবারের (১০ নভেম্বর) মধ্যে এ তথ্য জমা দিতে হবে।

জানা গেছে, শেয়ারহোল্ডাররা ঠিকানা পরিবর্তন এবং স্বল্প পরিমাণে লভ্যাংশ সংগ্রহের জন্য তাদের আগ্রহের অভাবসহ বিভিন্ন কারণে লভ্যাংশ পাননি।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *