ক্যাশলেস লেনদেন চালু করবে সোনালী ব্যাংক

sonali-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক লিমিটেড আগামী এক বছরের মধ্যে ক্যাশলেস লেনদেন ব্যবস্থার পুরোপুরি বাস্তবায়ন করবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ব্যাংকটি।

ইতোমধ্যে চালু করা হয়েছে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে হিসাব খোলার উপায়ও। অ্যাপসের মাধ্যমে হিসাব খুলে সাধারণ লেনদেনের পাশপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবামূল্য পরিশোধ করা যাচ্ছে। অ্যাপসের মাধ্যমে খোলা হিসাবে জমা হয়েছে ১৬ কোাটি টাকা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের যোগদানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানান ব্যাংকের প্রধান নির্বাহী।

আতাউর রহমান বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থা শতভাগ বাস্তবায়নের জন্য ডেবিট-ক্রেডিট কার্ড ও অ্যাপসভিত্তিক লেনদেন ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাংকে না গিয়েও যাতে গ্রাহক সব ধরনের লেনদেন ও সেবা পেতে পারে আমরা সেই কার্যক্রম বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। সারাদেশে আমাদের ১ হাজার ২২৪টি শাখায় এখন অনলাইন লেনদেন হচ্ছে।

‘২০১৯ সালের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাই শেষে মুনাফা বেড়েছে ২৭ শতাংশ বা ১ হাজার ৩৫ কোটি। পরিচালন মুনাফার প্রবৃদ্ধি হয়েছে ৫৮ শতাংশ। এক বছরের ব্যবধানে আমানত ৪ হাজার ৩৬৭ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৩৩ কোটি টাকা। ’

আতাউর রহমান প্রধান বলেন, ২০১৯ সালের তুলনায় চলতি বছরের জুলাই শেষে খেলাপি ঋণ ১ হাজার ৪৬০ কোটি টাকা বা ১৩ দশমিক ৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৫৩ কোটি টাকায়। খেলাপি ঋণ থেকে আদায় হয়েছে প্রায় ২০ শতাংশ। লোকসানী শাখা ৮টি কমে দাঁড়িয়েছে ৫০টিতে।

সোনালী ব্যাংকের এমডি বলেন, আমরা এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স পেয়েছি। ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আগামী মাসে পূর্ণাঙ্গ আকারে এজেন্ট ব্যাংকিং শুরু করতে কাজ চলছে। সেবার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পেনশনভোগীদের অর্থ দেওয়ার কাজ করছে সোনালী ব্যাংক। করোনা ভাইরাসের কারণে এসব উপকারভোগীদের ব্যাংকে না এসেও সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *