ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাংকের ১১ কোটি মার্কিন ডলারের ঋণ

photo_-bg20180516171911স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষুদ্র উদ্যোক্তদের পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নে ১১ কোটি মার্কিন ডলার ঋণ দিবে বিশ্বব্যাংক। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বাস্তবায়নাধীন ‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের (এসইপি) আওতায় সংস্থাটি ১১ কোটি ডলার ঋণ দেয় সংস্থাটি।

বুধবার (১৬ মে) বিকেলে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে ঋণচুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক বিভাগের সচিব কাজী শফিকুল আযম এবং ব্যাংটির ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান চুক্তিতে সই করেন।

প্রতি ডলার সমান ৮৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯১৩ কোটি টাকা। প্রকল্পের মোট ব্যায় ১ হাজার ৭৯ কোটি টাকা। বাকি অর্থ পিকেএসফ থেকে আসবে।

প্রকল্পের মূল উদ্দেশ্য, পিকেএসএফ এর অর্থায়ন করা ক্ষুদ্র উদ্যোগগুলোকে পরিবেশগত দিক থেকে টেকসই করা। প্রকল্পটি জুন ২০১৮ থেকে জুন ২০২৩ মেয়াদে বাস্তবায়িত হবে।

এই নমনীয় ঋণের সার্ভিস চার্জ ০ দশমিক ৭৫ শতাংশ। ৬ বছরের গ্রস পিরিয়ডসহ ৩৮ বছরের ম্যাচিউরিডি পিরিয়ড রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *