ক্ষুদ্র ও মাঝারি খাতে বিনিয়োগ করবে আইডিবি

IDBস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সৌদি আরবের ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট (আইডিবি) বান্দার হাজ্জার বলেন, তারা বিনিয়োগ করবে বেসরকারি খাতে। গুরুত্ব পাবে ক্ষুদ্র, মাঝারি খাতের উদ্যোক্তারা।

রবিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ আইডিবি ভবনের দশ তলায় আনুষ্ঠানিক ভাবে অফিসের উদ্বোধন তিনি এ কথা বলেন। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইডিবির প্রেসিডেন্ট বলেন, প্রাথমিক বিনিয়োগ হবে বাংলাদেশে ৫শ মিলিয়ন ডলার। এ অর্থের ৮০ শতাংশ বিনিয়োগ করবে বেসরকারি খাতে। গুরুত্ব পাবে ক্ষুদ্র, মাঝারি খাতের উদ্যোক্তারা।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আইডিবি বাংলাদেশে অনেক আগে থেকেই কাজ করছে। তারা চিকিৎসা সেবা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি ও সিরডাপ ইন্টারন্যাশনাল সেন্টারের মত প্রতিষ্ঠান তৈরি করেছে।

এসময় আইডিবি প্রেসিডেন্টের সাইন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন উপদেষ্টা ড. হায়াত সিন্ডি, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (ইঞ্জি) সিইও হানি সালিম সনবল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এস/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *