সপ্তাহজুড়ে ২৬ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

boardস্টকমার্কেট ডেস্ক :

গত ১১ অক্টোবর – ১৫ অক্টোবর  শেয়ারবাজারে তালিকাভূক্ত ২৬ কোম্পানির পরিচালনা পর্ষদ বোর্ড সভার আহ্বান করে তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, লিনডে বিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হয়েছে।

ম্যারিকো বাংলাদেশের বোর্ড সভা ১৭ অক্টোবর শনিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে।

সিভিও পেট্রো-কেমিক্যাল রিফাইনারি লিমিটেডের বোর্ড সভা ২৫ অক্টোম্বর রোববার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। গত বছর ২০১৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারিদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

বিএসআরএম স্টীলের বোর্ড সভা ১৭ অক্টোবর শনিবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।

বিএসআরএম লিমিটেডের বোর্ড সভা ১৭ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২১ অক্টোবর বুধবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।

ফু-ওয়াং ফুডের বোর্ড সভা ২১অক্টোম্বর, বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। গত বছর ২০১৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিলো।

গ্রামীণফোনের বোর্ড সভা ১৮ অক্টোবর রোববার দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হবে।

আরএসআরএম স্টীলের বোর্ড সভা ২৫ অক্টোবর রোববার বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। গত বছর ২০১৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারিদের জন্য ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্ট্যান্ডার্ড সিরামিকের বোর্ড সভা ২১ অক্টোবর বুধবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। গত বছর ২০১৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

আরএকে সিরামিকের বোর্ড সভা ২০ অক্টোবর মঙ্গলবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে।

হাইডেলবার্গ সিমেন্টের বোর্ড সভা ২০ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২০ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২০ অক্টোবর বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ অক্টোবর সোমবার দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হবে।

ইউনাইটেড পাওয়ারের বোর্ড সভা ১৮ অক্টোবর রোববার বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।

জাহিনটেক্সের বোর্ড সভা ২৫অক্টোম্বর, রোববার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। গত বছর ২০১৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

ডেসকো’র বোর্ড সভা ২০ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫:৩০ টায় অনুষ্ঠিত হবে। গত বছর ২০১৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারিদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

আনলিমা ইয়ার্নের বোর্ড সভা ২৫ অক্টোবর শনিবার বেলা ৩:৩০ অনুষ্ঠিত হবে। গত বছর ২০১৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

মাইডাস ফাইন্যান্সিংয়ের বোর্ড সভা ২০ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি গত তিন বছর বিনিয়োগকারীদের কোন প্রকার ডিভিডেন্ড দিতে পারেনি।

বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের বোর্ড সভা ২৫ অক্টোম্বর রোববার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
গত বছর ২০১৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারিদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

মিরাকেল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২১ অক্টোম্বর বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। গত বছর ২০১৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারিদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

আমান ফিড লিমিটেডের বোর্ড সভা ২১ অক্টোম্বর বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভূক্ত হয়েছে। শেয়ারবাজারে আসার পর এইটা কোম্পানিটির প্রথম বোর্ড সভা।

এনসিসি ব্যাংক লিমিটেডের বোর্ড সভা ২৬ অক্টোম্বর সোমবার বিকেল ২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা ২৩ অক্টোবর শুক্রবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। গত বছর ২০১৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারিদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

উত্তরা ব্যাংকের বোর্ড সভা ১৯ অক্টোম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। গত বছর ২০১৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারিদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *