গুলশানের ল্যাভেন্ডার ও হ্যাভেন ওয়াটারকে জরিমানা

bstiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অনুমোদনহীন খাদ্য ও প্রসাধন পণ্য বিক্রি করায় রাজধানীর গুলশানের দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই)। প্রতিষ্ঠান দুটি হলো- ল্যাভেন্ডার ও হ্যাভেন পিওর ড্রিংকিং ওয়াটার।

আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমান করা হয়। এসময় লাইসেন্স না থাকায় ড্রিংকিং ওয়াটার বিক্রি ও বাজারজাতকারী প্রতিষ্ঠানটিকে সীলগালা করা হয়। বিএসটিআইএর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো বলা হয়, বিএসটিআই’র ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে বিদেশি গুড়া দুধ, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট বিক্রি করায় গুলশান-২ এর ফয়সাল টাওয়ারের ল্যাভেন্ডার কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযানে বিএসটিআই’র লাইসেন্স ব্যতীত ড্রিংকিং ওয়াটার বিক্রি ও বাজারজাত করায় গুলশানের হ্যাভেন পিওর ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পানির কারখানাটি সীলগালা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ঢাকা মহানগরীর গুলশান ও বাড্ডা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *