গ্রাহকদের টাকা এফডিআর করায় ব্রোকারেজ হাউজ জড়িমানা

bsecনিজস্ব প্রতিবেদক :

গ্রাহকদের টাকা এফডিআর করায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউজ আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রতিষ্ঠানটি কনসলিডেটেড কাস্টমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০১১ সালে ৫৫ লাখ টাকা এবং ২০১২ সালে ৪০ লাখ এফডিআর করে। এফডিআর থেকে অর্জিত মুনাফার টাকা প্রতিষ্ঠানটির হিসাবে জমা করার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭ এর রুল (৮এ) (১) লঙ্ঘন করছে আইআইডিএফসি সিকিউরিটিজ।

একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক- ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর দ্বিতীয় তফসিলের আচারণ বিধি ১ ও ৬ লঙ্ঘন করেছে।

উক্ত আইন লঙ্ঘনের কারণে কমিশন প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *