ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করায় বিমা উদ্দ্যোক্তাকে জরিমানা

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করায় প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক উদ্দ্যোক্তাকে ৪ কোটি টাকা জরিমানা শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার অনুষ্ঠিত কমিশন ভবনে কমিশনের ৭৪৩ তম কমিশন সভায় এসব জরিমানা করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিমাটির উদ্দ্যোক্তা সাবিহা খালেক কোনো ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই শেয়ার বিক্রি করায় বাংলাদেশ সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছে।

আইন ভঙ্গ করায় উক্ত বিমাটির এই উদ্দ্যোক্তাকে ৪ কোটি টাকা আর্থিক জরিমানা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *