চট্টগ্রামে সিএসআই সূচকের পূন:তালিকা

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসআই সূচকের পূন:তালিকা করা হয়েছে। যা সোমবার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সিএসআই সূচকের নতুন এই তালিকাটি হলো – আমরা টেকনোলজি, এসিআই ফর্মূলেশন, একটিভ ফাইন, এএফসিএগ্রো, আফতাব অটোস, আল-আরাফা ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, এপেক্স ট্যানারী, এ্যাপোলা ইস্পাত, বারাকা পাওয়ার, বাটা সু, বিডি কম, বিডি ল্যাম্পস, বেঙ্গল উন্ডসর, বার্জার পেইন্টস, সেন্ট্রাল ফার্মা, সিএনএ টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট, সিভিও পেট্রো, ঢাকা ডায়িং, দেশবন্ধু, ইষ্টার্ণ হাইজিং, এনভয় টেক্সটাইল, ফারইষ্ট লাইফ, ফারইষ্ট নিটিং, ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক, ফুয়াং সিরামিকস, ফুয়াং ফুড, জেবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট,  গোল্ডেনসন, গোল্ডেন হ্যাবি কেমিক্যাল, গ্রামীন ফোন, হাক্কানী পুল, হেডেলবার্গ সিমেন্ট, হামিদ ফেব্রিকস, হাওয়ায়েল টেক্সটাইল, ইবনে সিনা, ইনটেক, ইসলামী ব্যাংক, ইসলামী ফাইন্যান্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

এছাড়া কহিনুর কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, লিন্ডে বিডি, মালেক স্পিনিং, ম্যারিকো বাংলাদেশ, মতিন স্পিনিং, মোজাফ্ফর স্পিনিং, এমজেএলবিডি, নাভানা সিএনজি, ন্যাশনাল ফিডস, ন্যাশনাল টি কোম্পানি, অলিম্পিক, ওরিয়ন ফার্মা, প্রাইম লাইফ, আরএসআরএম স্টিল, সাফকো স্পিনিং, সমরিতা, সাপোর্ট, শাহজালাল ব্যাংক, এসআইবিএল, সিঙ্গারবিডি, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এসপিপিসিএল, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্স, তাকাফুল ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ার ও ইউনাইটেড পাওয়ার এই সূচকের নতুন তালিকায় স্থান পেয়েছে। এই কোম্পানিগুলো মুলধন সিএসই বাজার মুলধনের ৫০.৮১ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *