চট্টগ্রাম বন্দরের জন্য কেনা হবে ছয়টি ক্রেন, চুক্তি সই

saport-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরের জন্য ছয়টি গ্যানট্রি ক্রেন কিনতে চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তিপত্র সই করা হয়েছে। রবিবার সচিবালয়ের নৌ-মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল ও চীনের সাংহাই জেনহুয়া এবি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিডেটের চেয়ারম্যান ঝু লিয়া ন ইউ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান ও সচিব মো. আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, চুক্তি সইয়ের পরবর্তী ১৮ মাসের মধ্যে এ ক্রেনগুলো পাওয়া যাবে। প্রতিটি ক্রেনের ধারণ ক্ষমতা ৪০ টন। একটি ক্রেনের ঘণ্টায় ২৫ থেকে ৩২ টোয়েন্টি ইক্যুইভ্যালেন্ট ইউনিট কন্টেইনার হ্যান্ডেলিং করার ক্ষমতা আছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *