চাঙ্গা হচ্ছে বস্ত্র খাতের শেয়ার

textileনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে চাঙ্গা হতে শুরু করেছে বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ার। এসব কোম্পানির শেয়ারের দর যেমন বাড়ছে, তেমনি লেনদেনও বৃদ্ধি পেয়েছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৯০ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। শীর্ষ দশে উঠে এসেছে এ খাতের তিনটি কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বর্তমানে ডিএসইতে এ খাতের ৪০ কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বুধবার এ খাতের ৩৫ কোম্পানির শেয়ারে দর বেড়েছে। আর কমেছে বাকী ৫টি কোম্পানির শেয়ারের দর।

বাজার সংশ্লিষ্টরা মনে করেন, দীর্ঘ দিন ধরে বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর বাড়ছে না। বরং কমে অনেক কোম্পানির শেয়ারের দর অনেক লোভনীয় পর্যায়ে নেমে এসেছে। যার ফলে বিনিয়োগকারীরা বস্ত্র খাতের শেয়ারের দিকে ঝুকছেন।

বুধবার ডিএসই’র শীর্ষ দশে থাকা আর্গন ডেনিমসের শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৬ টাকা ৬০ পয়সা দরে। আজ কোম্পানির ২৩ লাখ ১৯ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৬ কোটি ৭০ হাজার টাকা।

৯ দশমিক ২৫ শতাংশ বা ১ টাকা ৬০ দর বেড়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৯ টাকা দরে। আজ কোম্পানির ১২ লাখ ৫৯ হাজার ১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ২ কোটি ২৭ লাখ টাকা।

এর পরেই ছিল ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। এ দিন এ কোম্পানির শেয়ারের দর বেদেছে ৯ দশমিক ৯১ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা। বুধবার শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা ১০ পয়সা দরে। আজ এ কোম্পানির ৬ লাখ ৯৭ হাজার ১০৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৮২ লাখ ৩০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *