চার মাসে রফতানি আয় ১২৭২ কোটি ডলার

dollarস্টকমার্কেটবিডি ডেস্ক :

চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৪ মাসে (জুলাই-অক্টোবর) পণ্য রফতানি থেকে আয় হয়েছে এক হাজার ২৭২ কোটি ১২ লাখ মার্কিন ডলারের।

অন্যদিকে, একক মাস হিসেবে সর্বশেষ অক্টোবর মাসে রফতানি আয় হয়েছে ৩০৭ কোটি ৩২ লাখ ডলার।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৪৩২ কোটি ডলার। এর বিপরীতে আয় হয়েছে এক হাজার ২৭২ কোটি ১২ লাখ মার্কিন ডলারের। ফলে আলোচ্য সময়ে রফতানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা পিছিয়ে আছে।
অন্যদিকে,অক্টোবর মাসে ৩৪৮ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি আয় হয়েছে ৩০৭ কোটি ৩২ লাখ ডলার।

ইপিবির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে পোশাক খাতের নিট পণ্য (সোয়েটার, টি-শার্ট জাতীয় পোশাক) রফতানি হয়েছে ৫৫৩ কোটি ৮৩ লাখ ডলারের। অন্যদিকে ওভেন পণ্য (শার্ট, প্যান্ট জাতীয় পোশাক) রফতানি হয়েছে ৫০৩ কোটি ৯০ লাখ ডলারের।

জুলাই-অক্টোবর সময়ে বড় পণ্যের মধ্যে পাদুকার রফতানি আয় বেড়েছে। এই খাতে রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৪২ লাখ ডলার,যার প্রবৃদ্ধি ২৬ দশমিক ১২ শতাংশ। রাসায়ানিক পণ্য প্রবৃদ্ধি হয়েছে উল্লেখ করার মত।এ সময়ে ৭ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এর প্রবৃদ্ধি ১১ দশমিক ৬৩ শতাংশ। পাট ও পাট পণ্য রফতানি আয় বেড়েছে ৮ দশমিক ৮৮ শতাংশ। রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ৪৪ লাখ ডলার।

আলোচ্য সময়ে চামড়া ও চামড়জাত পণ্য থেকে রফতানি আয় হয়েছে ৩১ কোটি ৬৯ লাখ ডলার। প্লাস্টিক পণ্য রফতানি হয়েছে ৪ কোটি ডলারের। কৃষিজাত পণ্য রফতানি হয়েছে ৩৫ কোটি ৭৫ লাখ ডলারের। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *