চীনে ওয়ান টাইম প্লাস্টিক বন্ধ হচ্ছে

141834China-to-hold-5th-World-Internet-Conferenceস্টকমার্কেটবিডি ডেস্ক :

চীন সরকার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে বড় পরিকল্পনা নিয়েছে। ২০২০ সাল শেষ হওয়ার আগেই বড় শহরগুলো থেকে নিকৃষ্ট মানের প্লাস্টিক (ওয়ান টাইম ব্যাগ বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক) সব নিষিদ্ধ করা হবে। ২০২২ সালের মধ্যে সব শহর থেকে প্লাস্টিক নিষিদ্ধ হবে। বিশ্বে সবচেয়ে বেশি প্লাস্টিক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে চীনও রয়েছে।

চলতি বছর শেষ হওয়ার আগেই রেস্তোরাঁগুলোতে একবার ব্যবহারযোগ্য খাওয়ার পাইপ (স্ট্র) ব্যবহার নিষিদ্ধ করা হবে। শত কোটির বেশি মানুষের দেশ চীন বর্জ্য অপসারণে হিমশিম খাচ্ছে। দেশটির সবচেয়ে বড় আস্তাকুঁড় ১০০টি ফুটবল মাঠের সমান। সেটি এখন আবর্জনায় ভরে গেছে।

২০১৭ সালে চীন নগরের বিভিন্ন বাড়ি থেকে ২১ কোটি ৫০ লাখ টনের বেশি বর্জ্য সংগ্রহ করেছিল। তবে এসব বর্জ্য পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা সহজ হয়নি।

চীনের দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন গতকাল রোববার নতুন নীতি জারি করেছে। আগামী পাঁচ বছরে এই নীতির বাস্তবায়ন হবে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *