চীনে বিশ্ব ইন্টারনেট সম্মেলন ৭-৯ নভেম্বর

141834China-to-hold-5th-World-Internet-Conferenceস্টকমার্কেটবিডি ডেস্ক :

চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের নদী তীবরর্তী শহর উঝেনে নভেম্বরে পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলন (ডব্লিউআইসি) অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার দেশটির এক কর্মকর্তা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশনের উপপরিচালক লিউ লিয়েহং স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
ডব্লিউআইসি’র এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘সাইবারস্পেসে অংশীদারমূলক ভবিষ্যতের জন্যে পারস্পারিক আস্থা ও সমন্বিত গর্ভন্যান্সের লক্ষ্য নিয়ে একটি ডিজিটাল বিশ্ব গড়ে তোলা।’

আগামী ৭ থেকে ৯ নভেম্বর এই সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। সম্মেলনে, সরকারি, আন্তর্জাতিক সংগঠন ও সংস্থা, কোম্পানি, প্রযুক্তি জগত ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে লিউ জানান।

সম্মেলনে মতবিনিময়, পারস্পারিক জ্ঞান বিনিময়, সহযোগিতা ও ডিজিটাল ক্ষেত্রগুলোর সম্পর্কে অবহিতকরণ এবং বৈশ্বিক সাইবারস্পেসে শান্তি ও উন্নয়ন বিষয়ে পরামর্শ দেয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *