চীন বিরোধী আন্দোলনে হংকংয়ে লেনদেনে অচলবস্থা

hongস্টকমার্কেট ডেস্ক :

স্বাধীনতার দাবিতে গত কয়েকমাস ধরে হংকং জুড়ে চলছে চীন বিরোধী আন্দোলন। বিক্ষোভ হয়েছে স্টক মার্কেটের সামনেও। পরিস্থিতি সামাল দিতে কিছু সময়ের জন্য হংকং স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকে। সূত্র-রয়টার্স

দেশজুড়ে চলছে চরম রাজনৈতিক অস্থিরতা। ফলে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে হংকং শেয়ারবাজারেও। যার মাসূল গুনতে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের। অব্যহতভাবে চলছে সুচক পতন।

মার্কেট সচল হলে গতকাল দিনশেষে Hang-Seng ইন্ডেক্স ১৫.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩,৩৪৯ পয়েন্টে।

বাজার সংশ্লিষ্টদের মতে স্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিশ্চিত করা না গেলে বড় ধরনের পতনের মুখে পড়তে পারে এশিয়ার অন্যতম বৃহিত এর শেয়ার বাজার।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এএআর/সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *