ছুটি শেষে উর্ধ্বমূখী লেনদেন শুরু

index upস্টকমার্কেট ডেস্ক :

পবিত্র ঈদ-উল-আজহার ছুটি শেষে প্রথম দিনে শেয়ারবাজারে মূল্য সূচকের উর্ধ্বমূখী লেনদেন চলছে। প্রথম ঘন্টায় ডিএসইতে ৮৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এসময় চট্টগ্রাম স্টক্স এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪ কোটি টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯ টি কোম্পানির। আর দর কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮১ পয়েন্টে।

লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২৫ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

উল্লেখ্য. গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন পর আজ সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন চালু হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *