ছয় মাসের মধ্যে সর্বোচ্চ দরে প্রিমিয়ার সিমেন্ট

PREMIERCEMস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রিমিয়ার সিমেন্টের শেয়ারের দর গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্হানে রয়েছে। এ সময় শেয়ারটির দর বাড়ে ৩৯.৬০ টাকা। ডিএসই সূত্রে এ তথ্র জানা যায়।

বাজার বিশ্লেষনে দেখা যায়, গত ২৮ আগষ্ট এ শেয়ারের দর দাঁড়ায় ৯১ টাকা ১০ পয়সা। যা গত ছয় মাসের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর। এ সময়ের মধ্যে সর্বনিম্ন দর ছিল মে মাসে ৫১ টাকা ৫০ পয়সা। এ হিসেবে কোম্পানিটির শেয়ারের দর বাড়ে ৩৯ টাকা ৬০ পয়সা।

গত ২৮ আগষ্ট কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪০ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৮৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৩২ টাকা ২২ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *