ছয় মাসে অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

bankস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুলাই) দেশের অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ব্যাংকের পরিচালন মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্যাংকগুলো বলছে, সার্বিকভাবে আগের বছরের তুলনায় বেসরকারি খাতে ঋণ প্রবাহ কিছুটা বেড়েছে। আমদানি খাতও অনেক গতিশীল ছিল। এ ছাড়া সার্ভিস চার্জ থেকেও মুনাফার একটি বড় অংশ এসেছে। এগুলোর প্রভাব মুনাফার ওপরে পড়েছে।

জানা গেছে, পরিচালন মুনাফাই ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। এর থেকে প্রয়োজনীয় প্রভিশনের পরে যে অর্থ থাকবে তা থেকে করের টাকা আলাদা করার পর নিট মুনাফা বেরিয়ে আসে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংক তাদের অনিরীক্ষিত পরিচালন মুনাফা প্রকাশ করতে পারে না। এ কারণে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ বিভিন্ন সূত্র থেকে পরিচালন মুনাফার এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এই পরিচালন মুনাফা থেকে ব্যাংকের ঋণ ও খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হবে। ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়া এবং শেয়ারবাজারে বিনিয়োগ করে লোকসান দেয়ায় এর বিপরীতে প্রভিশনের পরিমাণ আরো বাড়বে। ফলে ব্যাংকগুলোর নিট মুনাফা আরো কমবে।

ব্যাংকগুলো থেকে পাওয়া সর্বশেষ তথ্যে দেখা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. পরিচালন মুনাফা করেছে ১ হাজার ২০ কোটি টাকা। গত বছরের জুনে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৮৮১ কোটি টাকা। সোস্যাল ইসলামী ব্যাংক লি. (এসআইবিএল) গত ছয়মাসে (জানুয়ারি-জুন) পরিচালন মুনাফা করেছে ২৭৫ কোটি টাকা। ২০১৭ সালের জুন শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২৫৫ কোটি টাকা। বেসরকারি খাতের সাউথ ইস্ট ব্যাংক গত ছয় মাসে পরিচালন মুনাফা করেছে ৪৫৬ কোটি টাকা। ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত পরিচালন মুনাফা ছিল ৪১১ কোটি টাকা। ব্যাংক এশিয়া গত ছয় মাসে পরিচালন মুনাফা করেছে ৪১৭ কোটি টাকা। ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত পরিচালন মুনাফা ছিল ৩০৭ কোটি টাকা। এক্সিম ব্যাংক পরিচালন মুনাফা করেছে ৩২৫ কোটি টাকা। এই ব্যাংকটির গত বছরের জুনে পরিচালন মুনাফা ছিল ৩২০ কোটি টাকা। ইস্টার্ন ব্যাংক পরিচালন মুনাফা করেছে ৩৬৫ কোটি টাকা। আগের বছরের জুনে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৩৭০ কোটি টাকা। মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা এক কোটি টাকা বেড়ে ৩২৫ কোটি টাকা হয়েছে।

পূবালী ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৪৫০ কোটি টাকার কিছু বেশি। গতবছরের এই সময়ও ব্যাংকটির পরিচালন মুনাফা এরকমই ছিল। তবে ওই বছর শেয়ার থেকে কিছু আয় হলেও এবার বেশিরভাগ আয়ই এসেছে ‘কোর ব্যাংকিং’ থেকে। ন্যাশনাল ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩২৭ কোটি টাকা। গতবছরের এই সময় ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৩০২ কোটি টাকা। ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ২৯৭ কোটি টাকা। গত বছরের জুনে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২৩৭ কোটি টাকা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পরিচালন মুনাফা করেছে ২২৯ কোটি টাকা। গত বছরের জুনে এই ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১৮০ কোটি টাকা। শাহজালাল ইসলামী ব্যাংক পরিচালন মুনাফা করেছে ২১৬ কোটি টাকা। গত বছরের জুন শেষে ব্যাংকটির অর্ধবার্ষিক পরিচালন মুনাফা ছিল ১৭৩ কোটি টাকা। যমুনা ব্যাংক পরিচালন মুনাফা করেছে ২৬৭ কোটি টাকা। গত বছরের জুনে এই ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১৮৬ কোটি টাকা। ডাচ্-বাংলা ব্যাংক পরিচালন মুনাফা করেছে ২৯৫ কোটি টাকা। গত বছরের জুনে এই ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২৯৩ কোটি টাকা। প্রিমিয়ার ব্যাংক পরিচালন মুনাফা করেছে ২২৫ কোটি টাকা। গত বছরের জুনে এই ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১৯৪ কোটি টাকা।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা কিছুটা কমেছে। জুন শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ২৬০ কোটি টাকা। গত বছরের জুন শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৩২০ কোটি টাকা। চতুর্থ প্রজšে§র ব্যাংকগুলোর মধ্যে সাউথ-বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ষাš§াসিক পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৮৮ কোটি টাকা। এর আগে গত বছরের জুন শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছিল ৬৩ কোটি টাকা। এনআরবি কমার্শিয়াল ব্যাংক পরিচালন মুনাফা করেছে ৭৭ কোটি টাকা। গত বছরের জুনে এই ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৭২ কোটি টাকা। গতবছরের এই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৬৩ কোটি টাকা। মেঘনা ব্যাংক পরিচালন মুনাফা করেছে ৩৫ কোটি টাকা। গত বছরের জুনে এই ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৫১ কোটি টাকা। মধুমতি ব্যাংকের পরিচালন মুনাফা ৭৩ কোটি টাকা থেকে বেড়ে ৯০ কোটি টাকা হয়েছে।

বেশ কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মুনাফা বাড়ার কারণ হিসাবে বলেন, মূলত ঋণের প্রবাহ বাড়ার ফলেই ভালো পরিচালন মুনাফা অর্জন করা সম্ভব হচ্ছে। দেশে বিনিয়োগের পরিবেশ এখন বেশ ভালো। এ কারণে ঋণের প্রচুর চাহিদা রয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বছর শেষে আরো ভালো পরিচালন মুনাফা অর্জন করা সম্ভব হবে বলেও আশা করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *