জনগণের অর্থ লোপাটের দিন শেষ : দুদক চেয়ারম্যান

dudokস্টকমার্কেট প্রতিবেদক :

জনগণের অর্থ লোপাটের দিন শেষ। খাতওয়ারি দুর্নীতিবাজদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। শনিবার সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ছবি: সাজ্জাদ হোসেন)দুদক চেয়ারম্যান বলেন, ‘খাতওয়ারি দুর্নীতিবাজদের ধরবে দুদক, কাউকেই ছাড় দেওয়া হবে না। জনগণের অর্থ লোপাটের দিন শেষ। ব্যাংকগুলোকে অবশ্যই এখন থেকে আইনকানুন মেনে ঋণ দিতে হবে।’

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের তদন্ত চলছে। তদন্ত সংশ্লিষ্টদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। কে দোষী বা কে নির্দোষ তা তদন্ত শেষেই বলা যাবে।’

আয়োজিত মানববন্ধনে সৌদি আরবে জিয়া পরিবারের সম্পদ থাকার বিষয়ে দুদক তদন্ত করবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ইকবাল মাহমুদ বলেন, ‘কারও নাম বলার প্রয়োজন নেই। দুর্নীতিবাজদের আসল পরিচয় তারা দুর্নীতিবাজ। দুর্নীতিবাজদের দুর্নীতির তদন্ত করে সে অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা কারও নাম বলতে চাই না। দুর্নীতিবাজের পরিচয় যাই হোক, তার পরিচয় দুর্নীতিবাজ। তাদের কোনও ছাড় নেই।’

এদিকে, শনিবার সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দুদক চেয়ারম্যান বলেন, ‘দেশের দুর্নীতিবাজরা ঔদ্ধত্যের সীমা ছাড়িয়েছে। সময় এসেছে বাংলাদেশের দুর্নীতিবাজদের বিষদাঁত ভেঙে দেওয়ার। ব্যাংক, সরকারি খাত এমন কোনও জায়গা নেই যেখানে এখন দুর্নীতিবাজরা দুর্নীতি করছে না।’ এসময় হুঁশিয়ারি দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা তোমাদের ছাড়বো না। আমরা দুর্নীতি বন্ধ করবো।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *