জাপানে শ্রমবাজার সম্প্রসারণে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে : প্রবাসী প্রতিমন্ত্রী

iranস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, জাপানে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবনের ব্রিফিং সেন্টারে শূন্য অভিবাসন ব্যয়ে তৃতীয় ব্যাচের টেকনিক্যাল ইন্টার্নদের জাপান গমন উপলক্ষে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইমরান আহমদ বলেন, ‘বাংলাদেশের যুব সমাজের প্রতি আস্থা রাখুন। জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। জাপানে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান বলেন, ‘কাজকে ভালবেসে সেদেশের কৃষ্টি-কালচার ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে জাপানে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে ভূমিকা রাখতে হবে।’

আইএম জাপানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিয়োই ইয়ানগিসাওয়া বলেন, ‘বিনা পয়সায় জাপানে যাওয়ার সুযোগ দেওয়ার অন্যতম কারণ হলো দক্ষতা অর্জন ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে যাতে ভূমিকা রাখতে পারেন।’

এর আগে সকালে প্রবাসী কল্যাণ ভবনের ব্রিফিং সেন্টারে জাতীয় শ্রম অভিবাসন ফোরামের সামাজিক সংলাপে প্রতিমন্ত্রী বলেন, ‘বিদেশে কর্মী পাঠানোর সব প্রক্রিয়া অনলাইনভিত্তিক করতে হবে। শ্রম অভিবাসনকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। সব অংশীজনের সহযোগিতায় শ্রম অভিবাসনকে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হবে।’ কর্মী পাঠানোর প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সামাজিক সংলাপে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও ফোরামের সদস্য সচিব রৌনক জাহান, অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন, উন্নয়ন সহযোগী ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা। সূত্র : বাংলা ট্রিবিউন

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *