জায়গা কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

olimpicস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ কার পর্কিং ও বাণিজ্যিক কাজের জন্য জমি কিনবে। এ কারণে কোম্পানিটি গত ৫ মার্চ একটি চুক্তি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ২৮ হাজার ২৯১ বর্গফুট বাণিজ্যিক জায়গা এবং ১৬টি কার পার্কিংয়ের জন্য ৩২ তলা বিশিষ্ট নির্মাণাধীন একটি বাণিজ্যিক ভবন কিনবে।

ভবনটির নাম “ট্রেড ইন্টারকন্টিনেন্টাল ১৯৭৩”। এই ভবনটির এক বিঘা এবং ১০ কাঠা জমি গৃহয়াণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে লিজ নেওয়া। প্লট নং ২১৩/এ। ভবনিটি ঢাকা তেজগাঁও শিল্প এবং বাণিজ্যিক এলাকায় অবস্থিত।

এই বাণিজ্যিক জায়গা কিনতে কোম্পানিটিকে প্রায় ৫২ কোটি ৬২ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় করতে হবে। ভবনটি কিনতে নিবন্ধন ফিসহ প্রয়োজনীয় খরচ কোম্পানি নিজে বহন করবে।

ভবন নিমার্ণ সম্পন্ন হলে ২০২৩ সালের জুলাই মাসে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কাছে হস্তান্তর করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *