জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৪ শতাংশ

gdpনিজস্ব প্রতিবেদক :

২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ লাখ কোটি টাকার বেশি। প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

চলতি ২০১৬-১৭ অর্থবছরে জিডিপি ছিল ১৯ লাখ ৬১ হাজার ১৭ কোটি টাকা। প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২ শতাংশ।

আসন্ন অর্থবছরের বাজেটে চলতি অর্থবছরের তুলনায় জিডিপির আকার এক লাখ ৩৮ হাজার কোটি টাকা ধরা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *