জীবন বীমা খাতের কোম্পানির তহবিল বেড়েছে

lifeনিজস্ব প্র্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে জীবন বীমা খাতের কোম্পানির তহবিলের পরিমাণ বেড়েছে। কোম্পানিগুলোর তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এ চিত্র ফুটে ওঠে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তদারকিতে খাতটিতে শৃঙ্খলা অনেকটাই ফিরে এসেছে। মূলত এ কারণেই কোম্পানিগুলোর প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে, যার প্রভাব তহবিলে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্য পর্যালোচনা করে জানা গেছে, সন্ধানী লাইফের তৃতীয় প্রান্তিকে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড বেড়েছে ৫ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিল ২ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা। রূপালী লাইফের তৃতীয় প্রান্তিকে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড বেড়েছে ৬ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা। জানুয়ারি

ডেল্টা লাইফের তৃতীয় প্রান্তিকে লাইফ ইন্সু্যুরেন্স ফান্ড বেড়েছে ১ কোটি ৪৫ লাখ ৮০ হাজার টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ৩৬ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকা। ফারইস্ট ইসলামী লাইফের তৃতীয় প্রান্তিকে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড বেড়েছে ৬৪ কোটি ৩ লাখ টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ৬২ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা।

এদিকে তৃতীয় প্রান্তিকে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড বাড়ল প্রবৃদ্ধি কমেছে। তৃতীয় প্রন্তিকে কোম্পানিটির লাইফ ফান্ড বেড়েছে ৯২ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা, যা এর আগের বছর একই সময় বাড়ে ১৪৭ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা।

তৃতীয় প্রান্তিকে সানলাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড বেড়েছে ১০ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা, যা এর আগের বছর একই সময় বাড়ে ৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা। পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড বেড়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা, যা এর আগের বছর একই সময় বাড়ে ৮ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা।

এ প্রসঙ্গে দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত উল্লাহ বণিক বার্তাকে বলেন, গত বছরের তুলনায় রাজনৈতিক অবস্থা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। যার ফলে প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে এবং এর প্রভাব পড়েছে বীমা কোম্পানির তহবিলে।
স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *