জুয়েলার্স সমিতির নির্বাচন হাইকোর্টে স্থগিত

89653cab6842761a8acd99b4e36cd37e-593bbb040db2aস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ২০১৯-২০২১ সেশনের নির্বাচনের ওপর দুই মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আগামী ৮ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার (৪ নভেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ইমাম হাসান সাংবাদিকদের বলেন, সমিতির ২০১৯-২০২১ সেশনের নির্বাচনের জন্য ১২ সেপ্টেম্বর প্রাথমিকভাবে একটি ভোটার তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকার ১১৪ জনের বিষয়ে আপত্তি জানিয়ে গত ১৮ সেপ্টেম্বর নির্বাচনি বোর্ডে আবেদন করেন প্রার্থী বিপুল ঘোষ (শঙ্কর)।

রুলে এফবিসিসিআই এর আরবিট্রেশন ট্রাইব্যুনালের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ ১২৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *