জ্বালানী তেলের দর কমায় নিম্নমুখী আমেরিকার শেয়ারবাজার

usaস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহের মিশ্রভাব কাটিয়ে উঠেতে না উঠতেই সোমবার সপ্তাহের প্রথম দিনে আবারো ব্যাপক হারে সুচক পতন ঘটেছে আমেরিকার শেয়ারবাজারে।

এদিন মুলত কমেছে শিল্প ও জ্বালানি, স্বাস্থ্যসহ প্রায় সব ক্যাটাগরির শেয়ারের দাম। তবে জ্বালানী খাতের শেয়ারের দাম কমেছে প্রায় ৩.৯৮ ভাগ যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পতন।

এছাড়া মোট লেনদেনের পরিমান কমেছে প্রায় এক-তৃতীয়াংশ । সোমবার দিনশেষে Dow Jones industrial average .DJI ইন্ডেক্স ১২৪.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭,৮৩৪.০২ পয়েন্ট, TR-US INDEX 0.২ (০.০৪%) পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫.০৯ পয়েন্টে ।

এছাড়া S&P 500 ইন্ডেক্স ১৫.৭৭ পয়েন্ট কমে ২,০৫৮.৬০ পয়েন্টে অবস্থান করছে জ্বালানী তেলের বাজারে অস্থিতিশিলতাকে সুচক পতনের কারণ হিসাবে অভিহিত করছেন বিশ্লেষকরা ।

ইক্যুইটি ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল জেমস বলেন, তেলের মুল্যের দর পতন বিনিয়োগকারিদের মাঝে ছোট ছোট সংশয় জাগাচ্ছে। যা সমষ্টিগতভাবে শেয়ার বাজারে বড় ধরনের পতনের কারন হয়ে দাঁড়াচ্ছে।

সূত্র : ব্রুমবার্গ

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *