টেলিটক-সিটিসেল-বাংলালিংক-গ্রামীণফোণ ও রবি ফোরজি চায়

BTRC-sm2018011116042820180114163731স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চতুর্থ প্রজন্মের (ফোরজি) মোবাইল সেবার জন্য পাঁচটি মোবাইল ফোন আবেদন করেছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রবিবার বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ একথা জানান।

তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, শেষ পর্যন্ত ফোরজি সেবা শুরু করতে যাচ্ছি। লাইসেন্সের জন্য শেষ সময় (রবিবার) বেলা ১২টা পর্যন্ত পাঁচটি সংগঠনের কাছ থেকে আবেদন পাওয়া গেছে।

ফোরজির জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম (সিটিসেল), বাংলালিংক, গ্রামীণফোণ ও রবি আবেদন জমা দিয়েছে। আর তরঙ্গ নিলামের জন্য সিটিসেল, বাংলালিংক, গ্রামীণফোণ ও রবি আবেদন করেছে।

তবে বিদেশি কোনো প্রতিষ্ঠান চাইলে এখনও আবেদন করতে পারবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *