ট্রাস্টি সভার আগে দরপতনের শীর্ষে

boardস্টকমার্কেট ডেস্ক :

ট্রাস্টি কমিটির সভার আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর ২০ দশমিক ৮৮ শতাংশ কমেছে। ৫ কার্যদিবসের লেনদেন শেষে দরপতনের তালিকায় এক নম্বরে চলে আসে ফান্ডটি।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ৫ সপ্তাহের ব্যবধানে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর সাড়ে ৫ টাকা থেকে ৯ টাকার ঘরে উন্নীত হওয়ার পর গত সপ্তাহে দর সংশোধন শুরু হয়।

বৃহস্পতিবার সর্বশেষ কেনাবেচা হয় ৭ টাকা ২০ পয়সায়। গত এক বছরে এর সর্বনিম্ন দর ছিল ৪ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ৯ টাকা ৬০ পয়সা।

এদিকে ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ ঘোষণার জন্য আগামীকাল বেলা সাড়ে ৩টায় এ ফান্ডের ট্রাস্টি কমিটির সভা অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *