ডরিন পাওয়ারের আইপিওতে হাইকোর্টের স্থগিতাদেশ

courtনিজস্ব প্রতিবেদক :

সাবক্রিপশন জমা নেওয়া অবস্থায় ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত সব ধরনের কার্যক্রমের ওপর ৬ মাসের স্থগিতাদেশ জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে উচ্চ আদালতের বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ওমো: খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হাইকোর্টে এ কোম্পানির আইপিও স্থগিতাদেশে রিট করেন এস কে এনামুল কবিরসহ বেশ কয়েকজন বিনিয়োগকারী।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বলেন, ডরিন পাওয়ারের আইপিও কার্যক্রমের উপর আদালত ৬ মাসের জন্যে স্থগিতাদেশ দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও কোম্পানিকে রিটের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৮ ফেব্রুয়ারি থেকে আইপিওর মাধ্যমে এ কোম্পানির চাঁদা গ্রহণ কার্যক্রম শুরু হয়। আগামী ১৬ ফেব্রুয়ারি এ আবেদন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আইপিও আবেদন শুরু হওয়ার দ্বিতীয় দিনেই আদালতের স্থগিতাদেশের মুখে পড়লো কোম্পানিটি।

এক মাস আগে ডরিন পাওয়ারকে ১৯ টাকা প্রিমিয়ামসহ ২৯ টাকা বরাদ্দমূল্যে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *