ডিএসইতে দুই ঘণ্টার উর্ধ্বমূখী লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন।

সোমবার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৪.৫৩ পয়েন্ট। এর ফলে দুপুর সাড়ে ১২টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৮৪৬.৫৫ পয়েন্টে।

এ সময়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৬১ শতাংশেরই দর বেড়েছে। লেনদেনে অংশ নেয়া ৩১২টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৭৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। লেনদেন শুরুর স্বল্প সময়ের মধ্যেই সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দর উঠে যায় ইসলামী ব্যাংক, বীচ হ্যাচারি, লিগ্যাসী ফুটওয়্যার ও জেমিনি সী ফুডের। এ কোম্পানিরগুলোর শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

এদিকে প্রথম দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৩৮ লাখ টাকা।

এসময় ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এ্যাপলো ইস্পাত, স্কয়ার ফার্ম, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস, যমুনা অয়েল ও লাফার্জ সুরমা সিমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *