ডিএসইতে ট্যাক্স আদায় বেড়েছে

taxনিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের জুলাই মাসে ডিএসইর ট্যাক্স আদায় বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩৮ শতাংশ বেশি। যার পরিমাণ প্রায় ৯ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৭৭ টাকা। এ সময় তালিকাভুক্ত কোম্পানির স্পন্সর ও প্লেসমেন্ট শেয়ার বিক্রিতেও কর আদায়ের পরিমাণ বেড়েছে।

২০১৪-১৫ অর্থবছরের জুলাই মাসে যেখানে কর আদায় হয়েছিল ২ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৪৭ টাকা, তা চলতি বছরে প্রায় ২৬ শতাংশ বেড়ে ৩ কোটি ৩ লাখ ৩৪ হাজার ৩১৩ টাকা হয়েছে। স্পন্সরদের শেয়ার বিক্রির ওপরও ২০১৩-১৪ অর্থবছরের পর ২০১৪-১৫তে এসে কর আদায়ে বিশাল ধস নেমেছিল।

উভয় ধরনের শেয়ার বিক্রিতে কর আদায়ের পরিমাণ বাড়াতে হাউসগুলো আবার ঘুরে দাঁড়াচ্ছে বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। জানা যায়, ২০১৪ সালের জুলাই মাসে ডিএসই আয়কর আদায় করেছিল প্রায় ৪ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৯৬৩ টাকা।

যা এর আগের বছরের অর্থাৎ ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় প্রায় ৭৩ শতাংশ কমে এসেছিল। ওই বছরে ডিএসই আয়কর আদায় করেছিল প্রায় ১৫ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৯৭৫ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *