ডিএসইতে নিম্নমুখী ধারা অব্যাহত

index smbdনিজস্ব প্রতিবেদক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও নিম্নমুখী লেনদেনের নিম্নমুখী ধারা অব্যাহত হয়েছে। এদিন লেনদেন ও সূচকের পতন হয়েছে। আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ২৮.৭২ পয়েন্ট কমে ৪৮১৫.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন রবিবার ডিএসইতে ২০.০৯ পয়েন্ট কমে ৪৮৪৪.৩৫ পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮১ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১৮৫ টির, আর অপরিবর্তিত ছিল ৫৪ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬০ কোটি ৩৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার এই স্টক এক্সচেঞ্জে ৬৭৩ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, ফার কেমিক্যাল লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, এ্যাপোলো ইস্পাত, শাহজিবাজার পাওয়ার লিঃ, ওয়ের্ষ্টাণ মেরিন, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস লিঃ ও গ্রামীনফোন ।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *