ডিএসইতে প্রধান সূচক ৪, সিএসইতে বেড়েছে ১৩ পয়েন্ট

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক উভয়ই গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৬ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ৫০ কোটি ৫৮ লাখ টাকা। তবে সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৭১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৮৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ২৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫০ কোটি ৫৮ লাখ টাকা।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্টে এবং ২ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১১২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, ডোরিন পাওয়ার, সিঙ্গার বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, আলহাজ টেক্সটাইল, মবিল যমুনা, অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল টিউবস এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২২ কোটি ৭৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৫ কোটি ৭১ লাখ টাকার বেশি।

এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৪৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ৮৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *