ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন

index upস্টকমার্কেট ডেস্ক :

চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বুধবার দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৭৪ লাখ টাকা। যা চলতিবছরের মধ্যে ডিএসইর সর্বোচ্চ লেনদেন।

এদিন মূল্যসূচকেরও বড় ধরনের উত্থান হয়েছে। আগের দিনের তুলনায় মূল্যসূচক বেড়েছে ৬৮.৮৭ পয়েন্ট। এরফলে ডিএসইর মূল্যসূচক ৩২০০ পয়েন্টের ঘর থেকে ৪৩০০ পয়েন্টের ঘরে উন্নীত হয়েছে। দিনশেষে ডিএসইএক্স সুচক গিয়ে দাঁড়িয়েছে ৪৩৬০.৪৯ পয়েন্টে।

এ নিয়ে টানা দু’দিন ডিএসইতে ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। সোমবার ডিএসইতে ৪১২ কোটি ১৯ লাখ টাকা লেনদেন হয়েছিল।

লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫১ টির, কমেছে ৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির দর।

বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এসিআই, ইফাদ অটোস, গ্রামীণ ফোন, সাইফ পাওয়ার, স্কয়ার ফার্মা, শাশা ডেনিমস এবং লাফার্জ সুরমা সিমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *