ডিএসইতে বারাকা পাওয়ারের লেনদেন বেশি

baraka-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। একোম্পানির মোট ৫৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার কোম্পানিটির শেয়ার ৪,২৮০ বার হাতবদল হয়। এসময় মোট ১ কোটি ৮ লাখ ৫৪ হাজার ২৯৫টি শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৩ হাজার ৮৫৮ বারে ৮৯ লাখ ২৫ হাজার ৫৯৬টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৫২ কোটি ৪২ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা আইডিএলসি ফিন্যান্স ২ হাজার ৯৫৬ বারে ৪০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ৩৮.৬০ কোটি টাকা, একমি ল্যাব ৩৮.০৮ কোটি টাকা, পদ্মা অয়েল ৩৬.০৩ কোটি টাকা, এ্যাপোলো ইস্পাত ৩১.৮ কোটি টাকা, ইফাদ অটোস ৩০.৯১ কোটি টাকা, জিপিএইচ ইস্পাত ২৯.৬৯ কোটি টাকা ও তিতাস গ্যাস ২৮.০৬ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *