লেনদেনের ১ম সপ্তাহে শীর্ষ তালিকায় বিবিএস ক্যাবলস

lankaস্টকমার্কেট ডেস্ক :

গত ৩০ জুলাই থেকে ৩ আগস্ট সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। বিগত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ০.৮৮ শতাংশ। এসময়ে এ ক্যাটাগরির এই কোম্পানিটির মোট ৪ কোটি ২৮ লাখ ২৮ হাজার ১৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ২৪৫ কোটি ৫ লাখ ৮৫ হাজার টাকা।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। তবে মাত্র ৪ দিনের লেনদেনে শীর্ষ দশের তিনে অবস্থান করছে বিবিএস ক্যাবলস লিমিটেড.।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংকিং খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৬৯ শতাংশ। এই সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৫৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ২০৩ কোটি ৫২ লাখ ৮১ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১৩৩ কোটি ২০ লাখ ৬৮ হাজার টাকা। কোম্পানিটি ৩১ জুলাই লেনদেন শুরু করেছে। তাই আগের সপ্তাহের দর বাড়ার হারের সাথে তুলনা করা গেলে না।

শীর্ষ ১০এর তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-  সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, সাইফ পাওয়ারটেক লি., মার্কেন্টাইল ব্যাংক লি.,ফু-ওয়াং ফুডস লি.,আইডিএলসি ফাইন্যান্স লি., এবং জেনারেশন নেক্সট ফ্যাশনস লি.।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *