ডিএসইতে লেনদেনের শীর্ষে ইফাদ অটোস

ifadস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দিন শেষে লেনদেনের শীর্ষে ছিল ‘এ’ ক্যাটাগরির প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির ৫১ লাখ ৯৫ হাজার ৩৬৩টি শেয়ার লেনদেন হয়। এ সব শেয়ারের বাজার দর ছিল মোট ৭১ কোটি ৭২ লাখ ৯৬ হাজার টাকা। দিনভর শেয়ারটির ১৩৫.৬০ টাকা থেকে ১৪১.৩০ টাকায় লেনদেন হয়।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে থাকা- প্যারামাউন্ট টেক্সটাইলের ২২ কোটি ১১ লাখ, ডরিন পাওয়ারের ২২ কোটি ২ লাখ, লংকাবাংলা ফাইন্যান্সের ১৭ কোটি ৪০ লাখ, বিডিকম অনলাইন লিমিটেডের ১২ কোটি ৯০ লাখ, ব্রাক ব্যাংক লিমিটেডের ১২ কোটি ৩৪ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২ কোটি ১ লাখ, নাভানা সিএনজি লিমিটেডের ১০ কোটি ৪৯ লাখ, জাহিন স্পিনিং লিমিটেডের ৯৫ লাখ ৪৪ হাজার ও অামরা টেকনোলজিস লিমিটেডের ৮৯ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *