ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিন সেখানে সূচকগুলোও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন আগের দিনের তুলনায় সামান্য কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান বেড়ে ৪০৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৭৪ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ২৬২ কোটি ৫১ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ২৪৭ কোটি ৪৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৭টির। আর দর অপরিবর্তিত আছে ১৮৫টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- গ্রামীনফোন লিমিটেড, নাহী এলুমিনিয়াম, স্কায়ার ফার্মা, পাইওনিয়ার ইন্সুরেন্স, সায়হাম টেক্সটাইল মিলস্‌, বেক্সিমকো ফার্মা, এডিএন টেলিকম লিমিটেড, বীকন ফার্মাসিউটিক্যালস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও বারাকা পাওয়ার লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৪.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬২২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৪৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৫ কোটি ৭৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্‌ ও গ্রামীনফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *