ডিএসইতে লেনদেন ৩‌‌’শ কোটির ঘরে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন সেখানে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০০ কোটির ঘরে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩২.৬৯ পয়েন্ট কমে ৪৫৪০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৭.৪৩ পয়েন্ট কমে ১০৯৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১০.০০ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৭১৯ পয়েন্টে।

আজ ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৯৬ কোটি ৭৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার এই বাজারে লেনৈদেন হয়েছিল ৪০৫ কোটি টাকা।

এই দিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির কমেছে ২৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- স্কয়ারফার্মা, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, সাইফ পাওয়ার, এমারেল্ড অয়েল, আরএকে সিরামিকস, অরিয়ন ফিউশন, ইফাদ অটোস, তাল্লু স্পিনিং এবং কাসেম ড্রাইসেল।

অপরদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

আজ লেনদেন হয়েছে ৩০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। গত বৃস্পতিবার লেনদেন হয়েছে ২৯ কোটি টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *