ডিএসইতে লেনদেন ৪০০ কোটিতে স্থির

2নিজস্ব প্রতিবেদক :

সূচকের সামান্য ইতিবাচক প্রবণতায় দিন পারলেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এই নিয়ে টানা ছয় কার্যদিবসে ডিএসইতে ৪০০ কোটি টাকার ঘরে লেনদেন স্থির হয়ে আছে।

বৃহস্পতিবার সপ্তাহের শেষ লেনদেন দিবসে লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ২৯ লাখ টাকা। বুধবারের তুলনায় ৩২ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন বাড়লেও ৪০০ কোটি টাকার বৃত্ত থেকে বের হতে পারেনি ডিএসই।

ডিএসইতে গত মঙ্গলবার ৪৪৮ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে সোমবার ৪৭৩ কোটি টাকা ও ৪৩৪ কোটি টাকার লেনদেন হয়।

বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা বেড়ে যাওয়া এবং গত এক মাসের ব্যবধানে প্রাথমিক বাজারে (প্রাইমারী মার্কেট) দুই দুটি কোম্পানির আবেদন চলার কারণে কিছুটা মন্থর হয়ে পড়েছে শেয়ারবাজার। একই সঙ্গে জুুন ক্লোজিং কোম্পানিগুলোর লভ্যাংশ এবং সদ্যসমাপ্ত প্রান্তিকের প্রতিবেদন নিয়ে কিছুটা সিদ্ধান্তহীনতাকেই দায়ী করেছে বাজারসংশ্লিষ্টরা।

এছাড়া আগামী জুন মাসে তালিকাভুক্ত ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ সীমা সংক্রান্ত কোন নির্দেশনা এখনও না আসাকেও কারণ হিসেবে দেখছেন অনেকেই। তাদের মতে, সরকারের পক্ষ থেকে ব্যাংকের বিনিয়োগসীমা সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন জরুরী।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *