ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়াল

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৫০০ কোটি টাকা ছাঁড়িয়েছে। গত কযেক দিন ধরেই লেনদেন ৪০০ কোটি টাকার ঘরেই সীমাবদ্ধ হয়ে পড়েছিল।

রবিবার সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৩ কোটি ৭৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার ৪৭৭ কোটি ২৬ লাখ টাকা লেনদেন হয়েছিল। সে তুলনায় রবিবার লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৪৯ লাখ টাকা।

এদিকে শেষ এক ঘণ্টার ক্রয় চাপে শেষ পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে দিনের লেনদেন। আগের দিনের তুলনায় ১৫.২৮ পয়েন্ট বেড়ে দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬১৫.১৯ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা ৪ দিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দিনের লেনদেন।

লেনদেনে অংশ নেয়া ৩১০ টি কোম্পানির শেয়ারের মধ্যে ১৩৮ টির দর বেড়েছে, কমছে ১৩৮ ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।

লেনদেনের শীর্ষে উঠে এসেছে এসিআই লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, এসিআই ফরমুলেশন্স, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, খুলনা পাওয়ার, ইফাদ অটোস, ইউনাইটেড এয়ার ও হেডেলবার্গ সিমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *